ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী সেবা দিবস হিসেবে বিজেপি দলের পক্ষ থেকে পালন করা হচ্ছে সারা দেশে। সেই সাথে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে গোমতী জেলা উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বেরী মায়ের মন্দিরে মহালয়ার ভোর বেলায় পূজা করেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করে বিশ্ববাসীকে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির আশীর্বাদ চেয়েছেন মাতা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে, বিশ্ব মহামারী করোনার প্রভাব থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে তিনি মাতা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে আশীর্বাদ চেয়ে শান্তি ও যজ্ঞ পাঠ করেছেন। সমস্ত রাজ্যবাসীর কাছে তিনি আবেদন রেখেছেন মাস্ক, সোশ্যাল ডিসটেন্স মেন্টেন, নিজেকে সাবধানতার সঙ্গে রাখার জন্য। নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যের জনগণ যেন সরকারি নির্দেশিকাগুলি মেনে চলেন। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সমস্ত রাজ্যবাসীকে মহালয়া ও বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। এদিনের শান্তি যজ্ঞ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সফরসঙ্গী হিসেবে ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক, মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দরা।