গোর্খাল্যান্ডের স্থায়ী সমাধানের জন্য অমিত শাহকে চিঠি কনরাড সাংমার।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,নয়াদিল্লি: রাজনৈতিকভাবে গোর্খাল্যান্ডের স্থায়ী সমাধানের জন্য কেন্দ্রীয় স্বরাট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তিনি লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে গোর্খারা আলাদা গোর্খাল্যান্ড রাজ্যের জন্য সাংবিধানিক দাবি করে আসছে সেই বিষয়ে আপনি অবগত আছেন। মাতৃভূমিকে সুরক্ষিত রাখতে গোর্খাদের ত্যাগ সমস্ত হিসাবের মাপকাঠির উর্ধে।’ বিশিষ্ট গোর্খাদের স্মৃতি রোমন্থন করে কনরাড আরো লিখেছেন, ‘শহীদ স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট গোর্খা, মেজর দূর্গা মাল্লা সর্বোচ্যসন্মান পেয়েছিলেন যখন উনার মূর্তি 2004 সালে সংসদ ভবনে স্থাপন করা হয়েছিল। শ্রী দমবার সিং গুরুং এবং শ্রী ওরি বাহাদুর গুরুং দুজনেই গণ পরিষদের সদস্য ছিলেন। একইরকম ভাবে ক্যাপ্টেন রাম সিং ঠাকুরিও আর একজন বিশিষ্ট গোর্খা স্বাধীনতা সংগ্রামী ও সুরকার ছিলেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে লিখেছেন, ‘অন্য ভারতীয় নাগরিকদের মতো গোর্খাদেরও অনেক অবদান আছে ভারতীয় সমাজে। গোর্খাদের নাগরিকত্ব ও বাসভূমি তাদের ন্যায়সঙ্গত প্রাপ্য।’ দেশের আমজনতার জন্য নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার অনেক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রীর সুনাম করে তিনি আরো লিখেছেন, ‘আমি আপনাকে অনুরোধ করছি যে উত্তরবঙ্গের গোর্খাদের সমস্যা গুলি ধৈর্য্যের সঙ্গে বিবেচনা করে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যবস্থা করুন।’
অন্যদিকে একই ইসু নিয়ে গোর্খাল্যান্ডের স্থায়ী রাজনৈতিক সমাধান চেয়ে দার্জিলিঙের বিজেপি বিধায়ক নীরাজ জিম্বাও চিঠি দিয়েছেন স্বরাট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি লিখেছেন, ‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন কেন্দ্র, রাজ্য ও গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির ফলে একটা অস্থায়ী সমাধান সূত্র ছিল।’