৮৬১.৯০ কোটি টাকা ব্যয়ে নতুন সংসদ ভবন নির্মাণের বরাত পেলো টাটা প্রজেক্টস।

নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,দিল্লি:- টাটা প্রজেক্টস লিমিটেড ৮৬১.৯০ কোটি টাকা ব্যয়ে নতুন সংসদ ভবনের নির্মাণের জন্য বরাত পেয়েছে। জানা গিয়েছে, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (সিপিডব্লিউডি) নতুন ওই ভবনটি নির্মাণের জন্য বরাত ডাকা শুরু হলে টাটা প্রজেক্টস লিমিটেড ৮৬১.৯০ কোটি টাকা, এবং লারসেন ও টুব্রো লিমিটেড ৮৬৫ কোটি টাকা দর দেয়। নিয়ম মেনেই বরাত যায় টাটার দখলে। নয়াদিল্লিতে সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণের পরিকল্পনার অংশ হিসাবে নতুন ভবনটি নির্মিত হবে। সংসদে চলতি বাদল অধিবেশন শেষ হওয়ার পর ভবনের কাজ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা যায়। এক্ষেত্রে মুম্বই ভিত্তিক তিনটি নির্মাণ সংস্থার একটি তালিকা প্রকাশ করা হয়। এই বরাতের জন্য লড়াই ছিল মূলত লারসেন ও টুব্রো, টাটা প্রজেক্টস ও শাপুরজি পালনজি অ্যান্ড কোম্পানির মধ্যে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পটি দিল্লিতে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৩ কিলোমিটার প্রসারিত থাকবে। আবার গুজরাট-ভিত্তিক এইচসিপি ডিজাইনস নামে একটি আর্কিটেকচার সংস্থা সেন্ট্রাল ভিস্তার নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র পেয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ঘোষিত এই পুনঃনির্মাণে একটি নতুন এিভুজ আকৃতির সংসদ ভবনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ৯০০ থেকে ১,২০০ সাংসদের বসার ব্যবস্থা থাকবে। এটি ২০২২ সালের আগস্ট মাসের মধ্যে নির্মিত হবে যাবে । ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস -এ এটি নির্মাণ করা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। একই সাথে কেন্দ্রীয় সচিবালয় ২০২৪ সালের মধ্যে নির্মিত হওয়ার সম্ভাবনা রয়েছে।