গরু দুধ দেবে পিসি ভাইপোকে আর তারজন্য লাথি পাবে পশ্চিমবঙ্গের মানুষ : লকেট চ্যাটার্জী
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে লোকসভায় গলা ফাটালেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জী। তিনি বলেন, ‘অনেক দুঃখ্যের সাথে বলছি পশ্চিমবঙ্গের মানুষ বিপদে আছে এবং আস্তে আস্তে পুরানো কাশ্মীর তৈরি হয়ে যাচ্ছে। করোনা নিয়ে হুগলী নির্বাচনী এলাকার তেলিনিপাড়ায় দাঙ্গা হয়ে গেছে।শুধুমাত্র একটি সম্প্রদায়ের মানুষ করোনা টেস্ট করবে না বলে মতভেদ হয়, তিনদিন ধরে চলে দাঙ্গা। বাইরে থেকে লোক বোমা একসাথে জড়ো করে দাঙ্গা করে। কারোর বাড়ি লুঠ করে, কারো দোকান ভাংচুর করে, মহিলাদের গায়ে হাত তোলে, মন্দির ভেঙে দেয়। আমি আর অর্জুন সিংজি ওখানে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের আটকে দেয়া হয়। ডিএম, কমিশনার আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করেন নি’। লকেট বলেন, 2016 দুর্গাপুজোর সময়, 2017 সালে রামনবমী পুজোর সময় এই পরিস্থিতি হয়েছিল। তিনি কটাক্ষ করে বলেন, ‘গরু দুধ দেবে পিসি ভাইপোকে, আর তার জন্য লাথি খাবে পশ্চিমবঙ্গের মানুষ।’ তিনি আরো বলেন, ‘এখানে গণতন্ত্র বলে কিছু নেই।’ তিনি অভিযোগ করেন, ‘সিরিয়াল কিলারের মতো একের পর এক বিজেপি কর্মীকে মারা হচ্ছে মেরে গাছে ঝুলিয়ে দেয়া হচ্ছে।’