বিএমসির কাছে ২ কোটি ক্ষতিপূরণ চেয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ কঙ্গনা।

নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: কঙ্গনা রানাওয়াত তাঁর প্রযোজনা সংস্থার অফিস ভাঙার জন্য বৃহন মুম্বাই কর্পোরেশনের কাছে ২ কোটি ক্ষতিপূরণ দাবি করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন। প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বৃহন মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে অভিনেত্রীর বান্দ্রার অফিস অবৈধ দাবি করে কিছু অংশ ভেঙে দেয়। বিএমসির তাঁর অফিস ভাঙা অন্যায়, অযৌতিক দাবি করে অভিনেত্রীর আইনজীবী মারফৎ বম্বে হাইকোর্টে জমা দেওয়া সংশোধিত আবেদনে বলা হয়েছে, ‘বিএমসি কঙ্গনা রানাওয়াতের অফিসের ৪০ শতাংশ ভেঙে দিয়েছে, যেখানে ঝাড়বাতি, সোফা ও বহু দুষ্প্রাপ্য শিল্পকর্ম সহ বহুমূল্যবান সম্পত্তি নষ্ট হয়েছে।’ পুনরায় ওই সম্পত্তি ব্যবহারের জন্য ও নতুন করে বানানোর জন্য অন্তর্বতীকালিন তহবিলও চেয়েছেন।আবেদনে বলা হয়েছে, ‘টুইটে পোস্ট করা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, বিএমসি আধিকারিক সহ পুলিশ অফিসার বুলডোজার এবং বাড়ি ভাঙার যন্ত্রপাতি নিয়ে ভাঙার জন্য প্রস্তুত হয়েছিল। এই বাংলোটি ভাঙার জন্য বিএমসির অন্য কোনও অভিপ্রায় ছিল এবং অন্য কোনো উদ্দেশ্যেই এই বাংলোটি ভাঙা হয়েছে।’প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটা নাগাদ এ সংক্রান্ত শুনানি ছিল হাইকোর্টে। কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি আবেদনের প্রতিলিপি নিয়ে বিএমসি ওয়ার্ড অফিসে যান এবং গোটা বিষয়টি সেখানে জানান। যদিও বিএমসি আধিকারিকরা শুনানির আগেই কঙ্গনার অফিসে পৌঁছে যান বুলডোজার নিয়ে ও ভেতর থেকে বাংলো বন্ধ করে দেন এবং আইনজীবীর বক্তব্যকে গুরুত্ব না দিয়ে বাড়ি ভাঙার কাজ চালিয়ে যেতে থাকেন। আবেদনে বলা হয়েছে, ‘বড় অংশের কাঠামো ভাঙার ফলে ২ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে’।