আগরতলায় ইঞ্জিনিয়ার্স ডে পালিত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, ত্রিপুরা:- আজ আগরতলা পূর্ব শিবনগরস্থিত অনিক ক্লাবে 53 তম ইঞ্জিনিয়ার্স ডে-২০২০ ও ভারতরত্ন প্রাপ্ত স্যার এম বিশ্বেশ্বরায়ার 159 তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গর্ভবতী মহিলাদের মধ্যে পৌষ্টিক আহার সম্বলিত প্যাকেট বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা।এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে, মা হওয়াকে প্রকৃতির সবচেয়ে বড় বরদান হিসাবে মানা হয়। ‘সেবা সপ্তাহ’ অভিযানের অন্তর্গত SEAT দ্বারা আয়োজিত কার্যক্রমে শামিল হয়ে গর্ভবতী মহিলাদের পৌষ্টিক আহার সম্বলিত প্যাকেট বিতরণ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন যে, গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ও সুষম আহার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গর্ভস্থ শিশু তার মায়ের ভোজন থেকেই পুষ্টি পায়।আমাদের সরকার মা ও শিশুর মৃত্যু হার হ্রাস করতে প্রতিজ্ঞাবদ্ধ।