বিশ্বকর্মা পূজার সংখ্যা অনেকটাই কমে গেছে গোটা ত্রিপুরা রাজ্যে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। তবে অন্যান্য বছরে এই বিশ্বকর্মা পুজোর নানা পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয়ে যেতো। কিন্তু এই বছর অর্থাৎ 2020 সালে মহামারি করোনার প্রকোপে নানাবিধ নিষেধ চালু রয়েছে। এবার বিশ্বকর্মা পুজোয় জমায়েত করা যাবে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই করোনা পরিস্থিতিতে এবছর অন্যান্য বছরের তুলনায় বিশ্বকর্মা পূজার সংখ্যাটা অনেকটাই কমে গেছে এবং বড় মুর্তির চাহিদাও কমে গেছে বলে জানান আগরতলা দুর্গাবাড়ি সাহাপাড়ার এক মৃৎশিল্পী ও গোমতী জেলার উদয়পুরের এক মৃৎশিল্পী রতন দাস। তারা জানিয়েছেন এইবার সেরকমভাবে বিশ্বকর্মা পূজা হবেনা অর্ডারও পাচ্ছেন না মৃৎশিল্পীরা। তাই একরাশ ক্ষোভের কথা তুলে ধরলেন আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরার সামনে। ছোট-বড় মিলিয়ে অন্যান্য বছর প্রায় 130 থেকে 140 টির উপর দেবশিল্পী বিশ্বকর্মা মূর্তি বিক্রি করা হতো কিন্তু এই বছর মাত্র কয়েকটি বিশ্বকর্মা মূর্তি বানানো হয়েছে এর মধ্যেই বিক্রী হচ্ছে না বলে জানান দুই মৃৎশিল্পী। বাড়ি ঘরে অথবা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পুজো হয়। কিন্তু এইবছর মহামারি করোনা ভাইরাসের জন্য এই বছর বিশ্বকর্মা পুজো তেমন ধুমধাম সহকারে হচ্ছে না গোটা ত্রিপুরা রাজ্যে।