আমার নীরবতার মানে এই নয় যে, আমার কাছে কোনো উত্তর নেই : উদ্ভব ঠাকরে
নিউস বেঙ্গল 365, মুম্বাই: আমার নীরবতার মানে এই নয় যে, আমার কাছে কোনো উত্তর নেই কঙ্গনা প্রসঙ্গে মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য শিবসেনার বিপক্ষে গেছে। প্রতুত্তরে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতের বিভিন্ন মন্ত্যব্য কঙ্গনা আর মহারাষ্ট্র সরকারের মধ্যে চরম বিভেদ তৈরি হয়। আগুনে ঘি পরে যখন বৃহন মুম্বাই কর্পোরেশন কঙ্গনার অফিস ভেঙে দেয়। এই ঘটনার পর কঙ্গনা সমস্ত রুচি, ভদ্রতার উর্ধে উঠে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে সরাসরি তুই সম্মোধন করে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন।এরপর থেকেই শিবসেনা ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে বাক বিতন্ডা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়ায়। আশ্চর্যজনক ভাবে এতো কিছুর পরেও উদ্ভব ঠাকরে কোনো মন্তব্য করেন নি। আজ কঙ্গনা মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে দেখা করে মুম্বাই তার জন্য নিরাপদ নয় বলে অভিযোগ করেন। তারপরই আজ কঙ্গনা ইস্যুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মৌনব্রত ভঙ্গ করে মুখ খুলে জানালেন, ‘আমার নীরবতার মানে এই নয় যে, আমার কাছে উত্তর নেই’। তিনি বলেন, করোনার মহামারীই হোক বা রাজনৈতিক কোনও ঝড়ই হোক, তিনি সব রকমের ঝড়ের জন্য প্রস্তুত আছেন।