দেশ
খবর সংগ্ৰহ করতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা হেনস্থার শিকার
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুর:- আজ দক্ষিন ত্রিপুরা বিলোনীয়া ঋষ্যমুখের নতুন মতাইয়ের পি ডব্লু ডি অফিস সংলগ্ন এলাকায় জলের সমস্যায় জর্জরিত খবর সংগ্ৰহ করতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা হেনস্থার শিকার এলাকার কিছু বাহুবলী নেতাদের হাতে। সাংবাদিকদের ক্যামেরায় হাত ও হুমকি দিতে থাকে যাতে কোন খবর সম্প্রচারন করা না হয়। পাশাপাশি জলের সমস্যায় জর্জরিত এলাকাবাসীদের ও হুমকি দিতে থাকে এলাকার বাহুবলী নেতারা।