আগামী 21শে সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যে 12 ঘন্টার বনধ ডাকলো কংগ্রেস।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, ত্রিপুরা:- আজ আগরতলা পোস্ট অফিস চৌমুনিস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির অবস্থা নিয়ে এবং ত্রিপুরা রাজ্যের কংগ্রেস কর্মীদের উপর আক্রমনের প্রতিবাদে এবং আরো বিভিন্ন দাবীকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে মিলিত হন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল।উপস্থিত ছিলেন ভূপেন কুমার বড়ুয়া এআইসিসি সেক্রেটারি ও আসাম এবং ত্রিপুরা কংগ্রেস ইনচার্জ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস,কংগ্রেস প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা,কংগ্রেস নেতা গোপাল রায় সহ ত্রিপুরা কংগ্রেস দলের অন্যান্য কার্যকর্তাগন। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন যে, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধীকে তিনি ধন্যবাদ জানান এআইসিসি সেক্রেটারি ও ত্রিপুরা কংগ্রেস ইনচার্জ ভূপেন কুমার বড়ুয়াকে ত্রিপুরা রাজ্যে পাঠানোর জন্য। তিনি আরো বলেন যে, ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের শাসনে ত্রিপুরা রাজ্যের আইন শৃংখলার অবনতি, মানুষের সাথে প্রতারণা, গরীবদের উপর লাঞ্ছনা, সর্বোপরি রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে পরিস্থিতি চলছে, করোনা ভাইরাসে রাজ্যে প্রত্যেকদিন মানুষের মৃত্যু হচ্ছে তার জন্য তিনি বর্তমান বিজেপি সরকারকে দায়ী করেছেন। বিজেপি সরকার রাজ্যে কোন কাজ করতে পারছেনা, বিজেপি সরকার রাজ্যে ক্ষমতা আসার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কোন কিছুই পালন করেননি বলে কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের অভিমত।সাংবাদিকদের উপর পর্যন্ত আক্রমন করা হচ্ছে।তিনি আরো বলেন যে,রাজ্যের মানুষ এই আড়াই বছরে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত হওয়ার জন্য মনস্থির করে নিয়েছেন। বর্তমানে বিজেপি সরকারের শাসনে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে, সাংবাদিকদের উপর আক্রমণের প্রতিবাদে এবং রাজ্যের বর্তমান বিভিন্ন সমস্যাকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল আগামী 21শে সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যে 12 ঘন্টার বনধ ডেকেছে। আরো বিভিন্ন বিষয়ে তিনি এদিন উল্লেখযোগ্য ভুমিকা সকলের সামনে তুলে ধরেন।