নিরাপদ নয় মদন শর্মার পরিবার, রাষ্ট্রপতি শাসন দাবি আত্মীয় পরিজনদের।
নিউস বেঙ্গল 365, মুম্বাই: অবসরপ্রাপ্ত নৌসেনা আধিকারিককে নির্মমভাবে মারধরের অভিযোগে 6 শিবসেনা কর্মীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। যদিও শনিবারই তাদের বেল হয়ে যায়। অভিযুক্তরা বেল পেয়ে যাওয়ার পর মদন শর্মার আত্মীয়স্বজন সহ বিজেপি কর্মীরা মুম্বাইয়ের এডিশনাল কমিশনারের অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে।উল্লেখ্য, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে সোনিয়া গান্ধী ও শারদ পাওয়ারএর মিম শেয়ার করার অভিযোগে 66 বছর বয়েসী নৌসেনার প্রাক্তন আধিকারিককে কয়েকজন শিবসেনা কর্মী টেনে হিচড়ে মারধর করতে থাকে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন বিজেপি এম এল এ অতুল ভটকলকর। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে যায়। চারিদিকেওঠে নিন্দার ঝড়।অবসরপ্রাপ্ত নৌসেনা আধিকারিক মদন শর্মার পুত্র সানি শর্মা জানিয়েছেন, তারা এই গ্রেফতারে সন্তুষ্ট নয়। তিনি আরো বলেন, তারা মহারাষ্ট্রে নিরাপদ নয়, এখানে রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন করে ভোট করা উচিত।