নিখোঁজ পাঁচ যুবককে ভারতের হাতে তুলে দিলো চীনের পিপলস লিবারেশন আর্মি।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- নিখোঁজ হওয়া পাঁচ যুবককে ভারতের হাতে তুলে দিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। ২ সেপ্টেম্বর অরুণাচল থেকে পাঁচ যুবক উচ্চ সুবনসিরি জেলার জঙ্গল থেকে নিখোঁজ হয়ে যান। তাঁরা আদতে শিকারি কিন্তু ইন্দো–তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর মালপত্রও বহন করে বলে জানা গিয়েছে, ওই দিন একটি সেনা ঘাঁটিতে মাল পৌঁছে দেওয়ার পর ওই জঙ্গলে যান পাঁচ যুবক। স্থানীয়রা বলেন শিকারের খোঁজে তাঁরা প্রায়ই সেখানে যান। ভুল করে এলএসি পেরিয়ে চীনা ভূখণ্ডে ঢুকে পড়ে। স্থানীয়রা দাবি করেন চীনা সেনা তাঁদের অপহরণ করেছে। তবে চীন সাথে সাথেই ভারতের মেসেজের জবাব দিয়েছিল। তারা জানিয়েছিল, নিখোঁজ পাঁচ যুবক সেখানেই রয়েছে। আজ সকাল সাড়ে ৯ টায় হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন হয় চীনের ভূখণ্ডেই। পাঁচ যুবক সহ সেনার দল অরুণাচলের কিবিথু সীমান্ত পোস্টে পৌঁছেছে নির্বিঘ্নে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু টুইটারে জানিয়েছিলেন, “চীনের পিপলস লিবারেশন আর্মি ভারতীয় সেনাকে জানিয়েছে, অরুণাচলের পাঁচ যুবককে তাদের কাছে ফিরিয়ে দেবে। আগামী কাল, ১২ সেপ্টেম্বর ২০২০, যে কোনও সময়ে নির্দিষ্ট জায়গায় হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।”
Attachments area