পুত্রহারা হলেন খ্যাতনামা গায়িকা অনুরাধা পড়োয়াল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:-২০২০তে মৃত্যু যেন কিছুতেই বলিউডের পিছু ছাড়ছে না। শনিবার সকালে এল ফের একটা খারাপ খবর। প্রয়াত খ্যাতনামা গায়িকা অনুরাধা পাড়োয়ালের ছেলে আদিত্য পড়োয়াল। মাত্র ৩৫ বছর বয়সেই মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন আদিত্য। তাঁর মৃত্যুর কারণ হিসেবে কিডনি বিকলের কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা। কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তিও ছিলেন আদিত্য। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।
বলিউডের আর এক গায়ক শঙ্কর মহাদেবন তার ফেসবুকে পেজে তিনি লিখেছেন,আমাদের প্রিয় আদিত্য আর নেই। বিশ্বাসই হচ্ছে না একজন মিউজিসিয়ান এবং ভাল মানুষ ছিল আদিত্য। দু’দিন আগেই ওর কম্পোজ করা একটা গান গেয়েছিলাম আমি। দারুণ ভাবে কম্পোজ করেছিল গানটা। আদিত্যর চলে যাওয়াটা মানতে পারছি না। তোমায় খুব মিস করব।
মায়ের মতোই সঙ্গীতের জগতেই কেরিয়ার গড়েছিলেন আদিত্য পড়োওয়াল। এই বছরের শুরুর দিকে একটি বেসরকারি টিভি সাক্ষাৎকারে আদিত্য বলেছিলেন, ভক্তিগীতির ক্ষেত্রে আমার মায়ের অবদান অনেক। আমি দেখেছি মায়ের গাওয়া আরতি, প্রার্থনা সঙ্গীত শুনে অনেকের জীবন বদলে গিয়েছে। আমি চাই মায়ের জন্য একটা কম্পোজিশন তৈরি করতে।
নব্বইয়ের দশকের অন্যতম বিখ্যাত গায়িকা ছিলেন অনুরাধা পড়োওয়াল। হিন্দি ছবির জগতে কুমার শানুর সঙ্গে অনুরাধার জুটি ছিল দর্শকদের অন্যতম পছন্দ। একাধিক হিট গান একসঙ্গে গেয়েছেন তাঁরা। পরের দিকে অবশ্য প্লেব্যাকের জগত থেকে নিজেকে একেবারেই সরিয়ে নেন অনুরাধা। মন দেন ভক্তিগীতিতে। বিগত বেশ কয়েক বছর ধরে আরতি, প্রার্থনা সঙ্গীতের মধ্যে দিয়েই অনুরাধাকে মনে রেখেছেন তাঁর ভক্তরা।
Attachments area