ত্রিপুরায় করোনার চিকিৎসা পরিষেবা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: আগরতলার জিবি পন্থ হাসপাতালে করোনার রোগীদের নিয়ে প্রশ্ন ওঠায় শুক্রবার সুয়ো মোটো মামলা দায়ের করে ত্রিপুরা হাইকোর্ট। প্রধান বিচারপতি অখিল কুরেশি এবং শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চে বিষয়টি নিয়ে শুনানি হয়। সেখানে বাংলা সংবাদ মাধ্যমের আগরতলার জিবি পন্থ হাসপাতালে করোনার চিকিৎসায় করুণ পরিস্থিতির বিভিন্ন রিপোর্ট তুলে ধরা হয়। প্রশ্ন তোলা হয় সেখানকার স্বাস্থ্য পরিষেবা নিয়ে।এব্যাপারে আদালতের তরফে রাজ্য সরকারকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা দিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে নির্দেশ দেওয়া গয়েছে।হাইকোর্ট রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, করোনা পজিটিভদের কোন ধরনের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা, করোনা চিকিৎসা কেন্দ্র, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং পর্যাপ্ত পরিকাঠামো সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। রাজ্য সরকারকে হলফনামা দিয়ে চিকিৎসক, রোগী ও তাদের পরিবারের মধ্যে যোগাযোগের অভাবের যে অভিযোগ উঠেছে সেই সম্পর্কে সরকারের করণীয় কী তাও জানাতে বলা হয়েছে।