আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সহ আরও তিন রাজ্যকে নোটিশ জারি করলো সুপ্রিম কোর্ট।
নিউস বেঙ্গল 365, আয়ুষ্মান ভারত প্রকল্প কেন ওডিশা, তেলেঙ্গানা, দিল্লি ও পশ্চিমবঙ্গে চালু করা হয়নি জানতে চেয়ে চারটি রাজ্যকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। একটি জনস্বার্থ মামলা নিয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নোটিস পাঠিয়ে কারণ জানতে চেয়েছে শীর্ষ আদালত। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় দেশের প্রায় 50 কোটি লোককে সস্তার স্বাস্থ্য বিমা দেওয়ার পরিকল্পনা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু পশ্চিমবঙ্গ সহ আরও তিন রাজ্য ওড়িশা, তেলেঙ্গানা ও দিল্লি নিজ নিজ রাজ্যে এই প্রকল্প বাস্তবায়িত হতে দেবে না বলে জানিয়েছিল। এনিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে, কেন্দ্রীয় যোজনা রূপায়ন না করা অসাংবিধানিক, বেআইনি এবং সংবিধানের ১৪ ও ২১ নম্বর ধারার পরিপন্থী। আবেদনকারী পেরালা শেখার রাও এর পক্ষে আইনজীবী হিতেন্দ্রনাথ রথ এবং শ্রাবনকুমার জানিয়েছেন, প্রধান বিচারপতি শারদ অরবিন্দ ববদের নেতৃত্বে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ চার রাজ্যকে নোটিশ জারি করেছে। পরবর্তী শুনানি দুসপ্তাহ বাদে হবে বলে আশা করা যাচ্ছে ।আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু না হওয়ায় বিজেপির তরফে বারবার সমালোচনা করা হয়েছে। কেন্দ্রীয় সুবিধা থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করার অভিযোগ করেছিল তারা। যদিও তৃণমূলের তরফে পরিবর্ত হিসেবে স্বাস্থ্যসাথী প্রকল্পকে তুলে ধরা হয়েছিল।