বিএড ও বিএলএড ছাত্র ছাত্রীদের বিক্ষোভ আগরতলা উপজাতি কল্যান দফতর অফিসে।
নিউজ বেঙ্গল ৩৬৫, নিউজডেস্ক,ত্রিপুরা:- আজ আগরতলা পি এন কমপ্লেক্স কুঞ্জবনস্থিত উপজাতি কল্যান দফতর অফিসে সমস্ত উপজাতি বিএড ও বিএলএড ছাত্র ছাত্রীরা তাদের স্টাইপেন্ড প্রদান সহ আরো বিভিন্ন দাবীকে সামনে রেখে উপজাতি কল্যান দফতর অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। 2018 থেকে 2020 শিক্ষাবর্ষে ত্রিপুরা উপজাতি কল্যান দফতর তাদেরকে স্পনসর করে কলকাতায় পাঠিয়েছিলেন বিএড ও বিএলএড কোর্স করার জন্য। কিন্তু ত্রিপুরা উপজাতি কল্যান দফতরের অধিকর্তা ও উপ অধিকর্তার সাথে তারা দেখা করতেই পারছেনা তাদের সমস্যা সমাধান করার জন্য। তার জন্য আজ সমস্ত উপজাতি বিএড ও বিএলএড ছাত্র ছাত্রীরা তাদের স্টাইপেন্ড এবং আরো বিভিন্ন দাবীকে সামনে রেখে তার আজ ত্রিপুরা উপজাতি কল্যান দফতর অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবী যদি অবিলম্বে পূরণ করা না হয় তাহলে আগামী দিনে তারা আরো সুবৃহৎ আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন