আধুনিক প্রযুক্তিতে গুরুত্ব দেওয়ার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : আধুনিক প্রযুক্তির উপর জোর দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার শুরু হওয়া দু’দিনব্যাপী নয়া শিক্ষানীতি ২০২০-র অধীনে নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে সম্মেলনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষা যখন চারপাশে ছড়িয়ে পড়ে, তখন তা পড়ুয়াদের জীবনে এবং পুরো সমাজের মধ্যেই প্রভাব পড়ে। আমাদের নতুন প্রযুক্তির ওপর জোর দিতে হবে, যাতে থাকবে যুক্ত হওয়া, ব্যবহার করা, অভিজ্ঞতার দিকগুলি।” দেশের নয়া শিক্ষানীতির ওপর জোর দিয়ে নতুন যুগের শিক্ষাব্যবস্থার ওপর ও বাড়তি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি নতুন জাতীয় শিক্ষানীতি কার্যকর করার ওপরও জোর দেন তিনি।এদিনের সম্মেলেন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক-সহ বিভিন্ন রাজ্যের অতিথিরা। সম্মেলনে প্রধানমন্ত্রীর কথায়, “দেশের প্রত্যেকটি অঞ্চলের নিজস্ব বিশেষত্ব রয়েছে, নিজস্ব শিল্পকলা রয়েছে, কাজ করার ধরন রয়েছে– যেখানে দরকার প্রচণ্ড দক্ষতা। ওই সমস্ত এলাকায় থাকা পড়ুয়াদের দিকে লক্ষ্য রাখতে হবে এবং বুঝতে হবে যাতে তাদের আন্তরিক সংযোগ ও সম্মান তৈরি হয়।” পাশাপাশি শিল্পগুলিতে পড়ুয়াদের যোগ করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিনের অনুষ্ঠানে বলেন, ” নয়া শিক্ষানীতি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সিলেবাসের বোঝা কমিয়ে মৌলিক চিন্তাধারার উপরে জোর দেয়া যায়।”