প্রিয় অভিনেত্রীর সঙ্গে বিবাদ। সঞ্জয় রাউত্কে হুমকি ফোন করে কলকাতা থেকে গ্রেফতার যুবক।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : কঙ্গনা রানাউত তার প্রিয় অভিনেত্রী। আর শিবসেনার সঙ্গে তার বিতর্ক তুঙ্গে। সেই কারণেই সোজা হুমকি ফোন সেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে। অবশেষে গ্রেফতার যুবক। কঙ্কনা-শিবসেনা পালটা আক্রমণ চলছে দু’পক্ষ থেকেই। এরই মধ্যে দিন দুয়েক আগে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের অফিসে হুমকি ফোন যায়। শুধুমাত্র অনিল দেশমুখই নয়, কঙ্গনার বিরুদ্ধে রোষ উগড়ে দেওয়ায় হুমকি ফোন পান শিব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত। এই হুমকি ফোন দিল কে? তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। ফোন নম্বর ট্র্যাক করাতেই চমক। না মুম্বাই নয়। বরং এই হুমকি ফোন দেওয়া হয়েছে কলকাতা থেকে। সেই ব্যক্তিকে কলকাতার টালিগঞ্জ থেকে গ্রেপ্তার করল পুলিশ। পলাশ বসু নামে ওই যুবককে টালিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ধৃতকে শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হবে। সঞ্জয় রাউতকে হুমকি ফোন দেওয়ার অভিযোগে তাকে মুম্বই নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে।প্রসঙ্গত, সম্প্রতি শিব সেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর অভিযোগ ছিল, “সঞ্জয় রাউত আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন যে, আমি যেন আর মুম্বইতে না ফিরি।” তার পালটা শিব সেনা মুখপাত্রের জবাব ছিল, “হুমকি আমরা দিই না। কঙ্গনা আসলে মুখমাত্র, ওঁর নেপথ্যে অন্যের ‘লাউডস্পিকার’ বাজছে।” এতে যে বিজেপিকেই তোপ দেগেছেন শিবসেনা নেতা, তা বোধহয় আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না!এরপরই বলিউড অভিনেত্রীর জন্য Y ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঙ্গনার ব্যক্তিগত দেহরক্ষী ছাড়াও অভিনেত্রীর নিরাপত্তায় থাকেন ১০ জন সরকার প্রদত্ত সশস্ত্র নিরাপত্তারক্ষী। যার রেশ ধরে বিরোধী শিবিরগুলিও বেশ শোরগোল শুরু করেছিল। এসবের মাঝেই হুমকি ফোন যায় সঞ্জয় রাউতের কাছে। যে ব্যক্তিকে শুক্রবার সকালে টালিগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।