নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতার প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে বিভিন্ন সময় বিষয় বিভিন্ন নিয়ে নানান ধরনের পোস্ট করছেন। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, সুশান্তের মৃত্যুর পর থেকে অনেকেই তার নাম ঘটনার সঙ্গে জড়িয়ে অনেক কিছু বলছেন কিন্তু কোনও কিছুর জন্যই তিনি দায়ি নন। তিনি আরো বলেন, যখন তিনি ও সুশান্ত একসঙ্গে ছিলেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় সেইদিনগুলির কথাই তিনি জানিয়েছেন।অঙ্কিতা আরও জানান, সুশান্তের ঘনিষ্ঠ হিসাবে রিয়ার উচিত হয়নি সুশান্তকে মাদক সেবন করতে দেওয়া। রিয়া যখন ভালো করেই জানতেন যে, সুশান্তের মানসিক স্থিতি ঠিক নয় তবু কেন রিয়া তাকে মাদক সেবন করতে দেন। অঙ্কিতা প্রশ্ন তোলেন, যদি কেউ কাউকে গভীরভাবে ভালোবাসে, তাহলে কি তাঁর মানসিক পরিস্থিতির কথা জেনেও তাঁকে সেবন করতে দিতে পারে?’
অঙ্কিতার পোস্টের পরই রিয়ার সমর্থনে ময়দানে নামেন ফারহান আখতারের বান্ধবী শিবানী দাণ্ডেকর। তিনি জানান, রিয়াকে তিনি ১৬ বছর বয়স থেকে চেনেন। শিবানী অঙ্কিতার তীব্র সমালোচনা করে টুইট করেন, ‘এই মহিলা পরিষ্কারভাবে ২ সেকেন্ডের জন্য খ্যাতি চান এবং রিয়াকে নিশানা করার জন্য সে উঠেপড়ে লেগেছে কারণ সে সুশান্তের সঙ্গে তাঁর সম্পর্ককে টিকিয়ে রাখতে পারেননি। শিবানী অঙ্কিতা সম্পর্কে অভিযোগ তুলেছেন যে, এই ঘটনার পেছনে চালিকা শক্তি ছিলেন তিনি এবং তাঁকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার।’
রিয়ার বান্ধবী ও টিভি সঞ্চালিকা শিবানী দাণ্ডেকর রিয়ার রেহাইয়ের দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন “#রিলিজ রিয়া #জাস্টিস ফর রিয়া”