শহরে বাড়ছে চুরি, আগরতলা পুলিশ ব্যাস্ত সাংবাদিকদের বাইক আটকাতে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক,ত্রিপুরা:- গোটা ত্রিপুরা রাজ্যে মহামারি করোনা ভাইরাসের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। করোনা ভাইরাস মোকাবিলায় আগরতলা পৌর নিগম এলাকাগুলিতে রাত আটটা থেকে পরের দিন ভোর পাঁচটা পর্যন্ত কার্ফিউ ঘোষনা করা হয়েছে। এই কার্ফিউ চলাকালীন অবস্থায় বিনা প্রয়োজনে কোন মানুষ যাতে ঘর থেকে বের না হন ত্রিপুরা রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বার বার মাইকে করে বলা হচ্ছে। যদি কেউ আইন লংঘন করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যাবস্থা নেওয়া হবে। আর এই নৈশকালীন কার্ফিউ চলাকালীন অবস্থায় ত্রিপুরা রাজ্য পুলিশকে ঘুমে রেখে আগরতলা শহরে চোরদের চুরির উপদ্রব বেড়েই চলছে। গতকাল গভীর রাতে আগরতলা বটটলাস্থিত একটি দোকানে হানা দিয়ে চোরদের দল গৌতম সাহার দোকান থেকে 7টি সিলিং পাখা,9টি সেলাই মেশিন,2টি মিক্সার মেশিন,ক্যাস টাকা 76000 টাকা সহ মোট 2 লক্ষ 30 হাজার টাকার জিনিস চুরি করে নিয়ে যায় চোরের দল। পুলিশের ডিউটি নিয়ে উঠছে জনমনে প্রশ্ন। ত্রিপুরা রাজ্য পুলিশ ব্যস্ত রাত 8.00 টার পর থেকে সাংবাদিক ও সাধারন মানুষদের বাইক আটকিয়ে তাদেরকে বিরক্ত করতে ও সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করতে।