মাদক নেওয়ার অভিযোগ, এবার কঙ্কনার বিরুদ্ধে তদন্ত করবে মহারাষ্ট্র পুলিশ।
নিউজ বেঙ্গল ৩৫৬ ডেস্ক : এবার কঙ্কনা রানাওয়াতের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে মহারাষ্ট্র পুলিশ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইতিমধ্যেই বলিউডে মাদকের রমরমার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তারকাদের একাংশের বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগে সরগরম বলিউড। এরই মধ্যে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এবার মাদক নেওয়ার অভিযোগে তদন্ত হবে বলে জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। অভিনেতা শেখর সুমনের ছেলে অধ্যায়ন সুমন কঙ্গনার বিরুদ্ধে তাঁকে মাদক খেতে বাধ্য করার অভিযোগ তুলেছেন। তার ভিত্তিতেই মুম্বই পুলিশের মাদক দমন সেল তদন্ত করবে, প্রথমেই অধ্যায়নকে জেরার জন্য তলব করা হবে বলে জানিয়েছেন দেশমুখ। তিনি বলেছেন,” সুনীল প্রভু ও প্রতাপ সারনিক, দুই বিধায়কের আবেদনে বিধানসভায় জবাব দিয়েছি। কঙ্গনা নিজেও মাদক নেন, তাঁকেও তা নিতে বাধ্য করেছেন বলে অধ্যায়ন সুমন এক দাবি করেছেন।” এদিকে দেশমুখের এই ঘোষণার মধ্যেই বৃহন্মুম্বই পুরসভা আজ কঙ্গনার পালি হিলের বাংলোর গায়ে পোস্টার সেঁটেছে। তাতে তাদের সম্মতি না নিয়েই বাংলোয় একাধিক অদলবদল করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শহরতলি বান্দ্রার ওই বাংলোয় বিএমসির একটি টিম যায়। কিন্তু নোটিস গ্রহণ করার জন্য কেউ তখন সেখানে না থাকায় পুরসভা কর্মীরা নোটিসটি বাংলার গায়ে লাগিয়ে দেন। গতকালই কঙ্গনা নিজের দপ্তর চত্বরের ভিডিও শেয়ার করে তার বাংলো বিএমসি ভেঙে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। গতকাল তার দপ্তরের একাংশ ভেঙেও দেয় বিএমসি। তবে আপাতত তাতে স্থগিতাদেশ দিয়েছে মুম্বাই হাইকোর্ট। সম্প্রতি কঙ্গনা বাকযুদ্ধে জড়িয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে, সুশান্তের মৃত্যু নিয়ে মুম্বইয়ের সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের তুলনা টেনে। কঙ্গনার পাশে দাঁড়ানোয় আবার বিজেপিকে টার্গেট করছেন শিবসেনা নেতারা।