ত্রিপুরা রাজ্যের অবস্থা ভয়ঙ্কর: পীযুষ কান্তি বিশ্বাস।
নিউস বেঙ্গল 365,আগরতলা: করোনা আবহে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য সরকারকে দায়ী করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস। সরাসরি অভিযোগ করেন রাজ্যের অবস্থা ভয়ঙ্কর। এইক্ষেত্রে সরকার কিছুই করতে পারছেনা। করোনা আক্রান্তরা অসহায় পড়েছে। আগরতলা ত্রিপুরা রাজ্যের প্রধান হাসপাতাল জিবি হাসপাতালের অবস্থা ভালো না। করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই ক্ষেত্রে সরকার যদি সময়োপযোগী ব্যাবস্থা গ্রহণ না করে তাহলে আগামীদিনে কংগ্রেস চরম পথ বেঁচে নেবে।আগরতলা পোস্ট অফিস চৌমুনিস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে এইকথাগুলি বলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস। তিনি এইক্ষেত্রে চরম পথের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন আগামী 12 ই সেপ্টেম্বর কংগ্রেসের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এক গুরুত্বপুর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। তখনই রাজ্যের করোনা পরিস্থিতি ,বীরজিৎ সিনহার উপর হামলা সহ অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। কংগ্রেস এই সময়ের মধ্যে সরকারের কাছ থেকে যদি কোন আশানুরূপ ব্যাবস্থা গ্রহণের ইতিবাচক দিক লক্ষ্য না করে তাহলে চরম পথে আন্দোলন সংগঠিত করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।