জামিনের জন্য সেশন কোর্টে যাচ্ছেন রিয়ার আইনজীবী
নিউস বেঙ্গল 365, মুম্বাই: ভাই শৌভিক চক্রবর্তীর পর নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে মঙ্গলবার গ্রেফতার হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। রিয়াকে গ্রেফতার করা হয়েছে তাঁর প্রেমিক ও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যর সঙ্গে মাদক যোগ পাওয়ার জন্য। রিয়াকে গ্রেফতার করার পর তাকে মুম্বাইতে একটি বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয় মেডিকেল চেক আপ এবং কোভিড-19 পরীক্ষা করার জন্য। মঙ্গলবার ঠিক 10.30 মিনিটে মুম্বাইয়ের বালার্ড এস্টেটে এনসিবি অফিসে পৌঁছে যান রিয়া। প্রায় সাড়ে পাঁচ ঘন্টা জেরা করার পর তাকে গ্রেফতার করে এনসিবি। রিয়া চক্রবর্তীকে এনডিপিএস ও সাইকোট্রপিক সাবস্টেনস আইনের অন্তর্গত 8 (সি), 20 (বি)(2) ও অন্যান্য ধারায় গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয়। আদালত রিয়াকে 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার রাতে এনসিবি অফিসে ছিলেন রিয়া। বুধবার তাকে বাইকুল্লা জেলে পাঠানো হয় । তাঁর গ্রেফতারের পর অভিনেত্রীর আইনজীবী সতীশ মানেশিন্ডে জানিয়েছেন, ‘ন্যায় বিচারের সম্পূর্ণ হাস্যকর পরিস্থিতি।’ তিনি আরও বলেন, ‘তিনটে তদন্তকারী সংস্থা মিলে একা মহিলাকে বিরক্ত করেছে , শুধুমাত্র তিনি একজন মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে ভালোবাসতেন বলে।’ মানেশিন্ডে জানিয়েছেন, ‘সুশান্তের চিকিৎসা করছিলেন শহরের খ্যাতনামা পাঁচজন মনোরোগ বিশেষজ্ঞরা।’ তিনি বলেন, ‘সুশান্ত তাঁর জীবন শেষ করে দিতে বাধ্য হন বেআইনি ও নিষিদ্ধ ওষুধ এবং মাদক খাওয়ার ফলে।’ মানেশিন্ডে এও বলেন, ‘রিয়া চক্রবর্তী সবচেয়ে খারাপ ফলাফলের জন্য আগে থেকেই প্রস্তুত আছে।’ অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, তারা খুব শীঘ্রই সেশন কোর্টে রিয়ার জামিনের জন্য আবেদন করবেন। উল্লেখ্য, এনসিবির মাদক মামলার পাশাপাশি এরপর রিয়া চক্রবর্তীকে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় প্ররোচনার বিষয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হবে এবং ইডির অর্থ তছরূপ মামলাতেও নাম রয়েছে রিয়ার।