কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এফ আই আর দায়ের
নিউস বেঙ্গল 365, মুম্বাই: কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্য ও সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে তোলপাড় করা রিপাবলিক টিভির প্রধান অর্নব গোস্বামীর বিরুদ্ধে বিধানসভায় প্রিভিলেজ মোশন আনল মহারাষ্ট্র বিধান পরিষদ। উল্লেখ্য, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন, মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের কোনও পার্থক্য নেই। আর তাতেই বেজায় চটেছিলেন রাজ্যসভায় শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। তারপর থেকেই সঞ্জয় রাউতের সঙ্গে একের পর এক বিতণ্ডায় জড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের বিতর্কে অভিনেত্রীর একের পর এক মন্তব্যের জেরে প্রথম দিন থেকেই তোলপাড় হচ্ছে মহারাষ্ট্রের বিধানসভা অধিবেশন।মারাঠা জাতির অবমাননা করেছেন কঙ্গনা রানাওয়াত, এই অভিযোগে বিধানসভায় কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনল মহারাষ্ট্র বিধান পরিষদ।অন্যদিকে, শিবসেনা বিধায়ক প্রতাপ সরনায়ক বিধানসভায় অভিযোগ করেছেন, রিপাবলিক টিভির অর্নব গোস্বামী, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের বিরুদ্ধে একাধিক বিতর্কিত এবং অবমাননাকর মন্তব্য করেছেন। সেই অভিযোগে তাঁর বিরুদ্ধেও প্রিভিলেজ মোশন আনা হয়। অপরদিকে ‘মুম্বাইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের কোনো পার্থক্য নেই’-এই বিতর্কিত মন্তব্যের জন্য মঙ্গলবার শিবসেনা আই টি সেলের তরফ থেকে থানের শ্রীনগর পুলিশ স্টেশনে অভিনেত্রী বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদনে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা নিয়ে বুধবার কঙ্গনা রানাওয়াত মুম্বাইয়ে পা রাখার পর কি পরিস্থিতি হয় সেদিকে এখন সবাই তাকিয়ে।