দেশ
ওয়ার্ড পরিদর্শনে আগরতলা মিউনিসিপ্যাল কমিশনার ডা: সিদ্ধার্ত শিব জয়সোয়াল
নিউস বেঙ্গল 365, আগরতলা: মহামারি কোভিড-19 আক্রান্তের সংখ্যা ত্রিপুরা রাজ্যে দিনের পর দিন বেড়েই চলছে। বর্তমানে রাজ্যে কোভিড-19 আক্রান্তের সংখ্যা মোট- 16179 জন,সুস্থ হয়েছেন -9361 জন,মৃত্যু হয়েছে-153 জন। মহামারি এই কোভিড-19 পরিস্থিতিতে আজ আগরতলা পৌর পরিষদ নিগমের 20 নাম্বার ওয়ার্ড পরিদর্শনে যান আগরতলা মিউনিসিপ্যাল অফিসের কমিশনার ডা: সিদ্ধার্ত শিব জয়সোয়াল আগরতলা 20 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার শ্রীমতি রত্না দত্ত সহ অন্যান্যরা। এদিন আগরতলা মিউনিসিপ্যাল অফিসের কমিশনার ও আগরতলা 20 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার এই 20 নাম্বার ওয়ার্ডটা ঠিক মত পরিস্কার,পরিচ্ছন্ন রাখা হচ্ছে কিনা সেসব বিষয় খতিয়ে দেখেন। কারন আগরতলা এই 20 নাম্বার ওয়ার্ডেই সবচেয়ে বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।