দেশ
জিবি হাসপাতাল পরিদর্শনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক।
নিউস বেঙ্গল 365, আগরতলা: আজ আগরতলা জিবি হাসপাতাল পরিদর্শনে যান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ শ্রীমতি প্রতিমা ভৌমিক। আগরতলা জিবি হাসপাতালের কোভিড-কেয়ার পরিষেবা ঠিক আছে কিনা সেসব সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখেন সাংসদ প্রতিমা ভৌমিক। কোভিড-19 প্রতিরোধে কি কি করা প্রয়োজন সেসব বিষয় নিয়ে আগরতলা জিবি হাসপাতালের সব চিকিৎসকদের নিয়ে তিনি এক জরুরি বৈঠকে মিলিত হন।