সেপ্টেম্বর মাস জুড়ে তৃতীয় রাষ্ট্রীয় পোষণ মাস ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক:- শিশু ও মহিলাদের মধ্যে অপুষ্টির বিষয়টিকে গুরুত্ব দিয়ে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে তৃতীয় রাষ্ট্রীয় পোষণ মাস হিসেবে পালিত হচ্ছে। এর মূল উদ্দেশ্য হল জন ভাগীদারিতে উৎসাহ দিয়ে প্রত্যেকের সুস্বাস্থ্য এবং পুষ্টি সুনিশ্চিত করা। মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সাল থেকে পোষণ অভিযানের আওতায় পোষণ মাস পালন করা হয়ে থাকে। করোনা মহামারী আবহে সবাইকে ডিজিটাল প্ল্যাটফর্মে এই মাসটি পালন করার জন্য মন্ত্রক আহ্বান জানিয়েছে। গত আগস্ট মাসের ৩০ তারিখ ৬৮ তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুষ্টির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। গত কয়েক বছরে বিশেষত গ্রামাঞ্চলে পুষ্টি সপ্তাহ এবং পোষণ মাস পালনের ক্ষেত্রে সাধারণের বিপুল অংশগ্রহণ পুষ্টি সংক্রান্ত সচেতনতায় গন আন্দোলনের রূপ দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।