ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আগামী 22 এবং 23 শে সেপ্টেম্বর।
নিউস বেঙ্গল 365, আগরতলা: ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স, পলিটেকনিক ডিপ্লোমা এন্ট্রাস সহ law এন্ট্রান্স পরীক্ষা আয়োজনের জন্য সম্ভাব্য দিনক্ষণের অনুমোদন দিয়েছে শিক্ষাসংক্রান্ত বিষয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটি। আগরতলা মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ত্রিপুরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো বলেন যে, ত্রিপুরা শিক্ষাভবনে শনিবার আয়োজিত উচ্চপর্যায়ের কমিটির বৈঠকে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা গ্রহণের জন্য আগামী 22 এবং 23 শে সেপ্টেম্বর সম্ভাব্য তারিখ হিসেবে সুপারিশ করা হয়েছে। 3869 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবে। 30শে সেপ্টেম্বর পলিটেকনিক ডিপ্লোমা এন্ট্রাস পরীক্ষার সম্ভাব্য দিন হিসেবে সুপারিশ করা হয়েছে। 1200 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবে। এজন্য 6টি পরীক্ষা কেন্দ্র থাকবে। law এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ ঠিক হয়েছে 7 অক্টোবর। এতে 2টি পরীক্ষা কেন্দ্রে 610 জন পরীক্ষার্থী অংশ নেবে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট বোর্ডগুলি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পরীক্ষাকেন্দ্রে সেনিটাইজার, মাস্ক, সাবান, টিস্যু পেপার, পানীয় জল, থার্মাল স্ক্রীনিং ব্যবস্থা রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।