দেশ
আগরতলার বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস টেস্ট
নিউস বেঙ্গল 365, আগরতলা: ত্রিপুরা রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে রাজ্যে করোনা ভাইরাস পজিটিভ কেসের সংখ্যা মোট-13858 জন,সুস্থ হয়েছেন- 8231 জন মৃত্যু হয়েছে- 130 জনের। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে আজ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 10টি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস টেস্ট করা হয়। পাশাপাশি আগরতলা শহরে মহারাজগঞ্জ বাজার সহ যতগুলি বাজার আছে সবগুলি বাজারে এই করোনা ভাইরাস টেস্ট সবাইকে করানো হচ্ছে।কারন করোনা ভাইরাস সংক্রমনের সংখ্যা ত্রিপুরা রাজ্যে বেড়েই চলছে। যারা সরকারি নির্দেশিকা মানছে না তাদেরকে ফাইন করা হচ্ছে বলে জানান আগরতলা সদর মহকুমা শাসক( SDM ) অসীম সাহা।SHOW LESS