রিয়ার বাড়িতে ভোরবেলায় তল্লাশি অভিযানে এনসিবি,স্যামুয়েল মিরিন্ডা ও সৌভিককে হেফাজতে নিলো এনসিবি
নিউস বেঙ্গল 365, মুম্বাই: শুক্রবার সকল 6.40 মিনিটে রিয়ার বাড়িতে হাজির ডেপুটি ডিরেক্টর কে পি এস মালহোত্রার নেতৃত্বে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো র অফিসাররা। সঙ্গে আছে মুম্বাই পুলিশ। কিছু পরে এসে পৌঁছান আই আর এস অফিসার সমীর ওয়াংখেড়ে । এনসিবির অন্য একটা টীম একই সময় পৌঁছে যায় স্যামুয়েল মিরিন্ডার বাড়িতেও। রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীর সঙ্গে ছয়জন ড্রাগ সররাহকারীদের সঙ্গে প্রত্যক্ষ মেলামেশার প্রমান পেয়েছে এনসিবি। সৌভিক চক্রবর্তীর সঙ্গে দুবছর আগে ড্রাগ পেডলার বাসিতের আলাপ হয় মুম্বাই ফুটবল ক্লাবে। বাসিত বেশ কয়েকবার রিয়ার বাড়িতে যায় বলে জানা গেছে। রিয়ার গাড়ি, মোবাইল, ল্যাপটপ পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে । এনসিবি ছয়জনের টীম রিয়ার বাড়িতে দরজায় নক করলেও ভিতর থেকে কেও দরজা খোলে নি। পাঁচ মিনিট অপেক্ষা করার পর নসিব টীম বাধ্য হয়ে নিজেরাই দরজা খুলে ভিতরে ঢোকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো তল্লাশি অভিযান চলছে বলে জানা গেছে।