মুখে মাস্ক ছাড়া কোন যাত্রীকেই বাসে তুলছেনা বাস চালকরা
নিউস বেঙ্গল 365, আগরতলা: ত্রিপুরা রাজ্যে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলছে। পাশাপাশি কোভিড-19 আক্রান্ত মৃত্যুর সংখ্যা ও বেড়েই চলছে। বর্তমানে ত্রিপুরা রাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত মোট পজিটিভ কেসের সংখ্যা-13334 জন,সুস্থ হয়েছেন- 8052 জন,মৃত্যু হয়েছে-125 জনের। এই মহামারি করোনা পরিস্থিতিতে আজ আগরতলা নাগেরজলা বাসস্ট্যাণ্ড সহ একাধিক বাসস্ট্যান্ডে আমাদের ক্যামেরার ল্যান্সে ধরা পড়ল মুখে মাস্ক ছাড়া কোন যাত্রীকেই বাসে তুলছেনা বাস চালকরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সিটে বসাচ্ছেন। এই মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে যদি রাজ্যের সব মানুষ এইভাবে সামাজিক দূরত্ব ও মুখে মাস্ক লাগিয়ে বাড়ি থেকে বের হয় এবং সরকারি যে নির্দেশিকা রয়েছে সেগুলো মেনে চলেন এবং বিনা প্রয়োজনে কোন মানুষ যদি ঘর থেকে বের না হয় তাহলে মহামারি এই করোনা ভাইরাস গোটা দেশ রক্ষা পাবে।