নিউস বেঙ্গল 365, নিউ দিল্লী: মঙ্গলবার কেন্দ্রের তরফ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয় ই এম আই স্থগিতের মেয়াদ দুবছরের জন্য বাড়ানো হতে পারে। রিজার্ভ ব্যাঙ্ক, এর আগে বিভিন্ন ব্যাঙ্ক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলিকে ব্যাক্তিগত ও ব্যাবসায়িক প্রতিষ্ঠানের ঋণগ্রহীতাদের ছয়মাসের জন্য ইএমআই স্থগিতের অনুমতি দিয়েছিলো, যার মেয়াদ গত 31সে আগস্ট শেষ হয়। ভারত সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহেতা সুপ্রিম কোর্টকে জানান, মোরাটোরিয়াম পিরিয়ডে বাকি লোণের উপর সুদের বিষয় নিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্ক ও বিভিন্ন ব্যাঙ্ক এর সংগঠনগুলির সঙ্গে কথা বলে মীমাংসা সূত্র খুঁজে বার করার চেষ্টা চলছে। তিনি আরো জানান, আরো অনেক বিষয় আছে, জিডিপি 23 % নেমে গেছে এবং অর্থনীতি চাপে আছে। সুদের উপর সুদ চাপানোর বিষয় নিয়ে আর বি আই এর সঙ্গে কথা বলা হয়েছে। বিচারপতি শ্রী শাহ বলেন, সুপ্রিম কোর্টে এবিষয় নিয়ে বুধবার আবার শুনানি হবে ।