আইএসআই-এর হয়ে কাজ করার অভিযোগে এনআইএ-র হাতে গ্রেফতার গুজরাতের মুন্দ্রা ডকইয়ার্ডের সুপারভাইসর।
নিউস বেঙ্গল 365 নিউদিল্লী: গুজরাতের পশ্চিম কচ্ছের বাসিন্দা রাজাকভাই কুম্ভার, গুজরাতের মুন্দ্রা ডকইয়ার্ডের সুপারভাইসর। অভিযোগ, রাজাকভাই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করতো। এনআইএ-র তরফে জানানো হয়েছে, ধৃত ব্যক্তিকে উত্তরপ্রদেশের একটি ঘটনার তদন্তে গ্রেফতার করা হয়েছে। লখনৌ-এর গোমতী নগর পুলিশ থানায় ১৯ জানুয়ারি এফআইআর দায়ের করা হয়েছিল। এর আগে ওই একই মামলায় মুঘলসরাই থেকে মহঃ রশিদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।এনআইএ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং ইউএপিএ-র ধারায় ৬ এপ্রিল নতুন করে মামলাটি শুরু করা হয়। তদন্তে এনআইএ দেখেছে রশিদ নামে ওই ব্যক্তি পাকিস্তানের প্রতিরক্ষা এবং আইএসআই হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো। প্রতিবেশী দেশে সে দুবার গিয়েছে বলেও জানা গিয়েছে। এনআইএ-র অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানের ছবি তুলে পাঠিয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর চলাচল সম্পর্কেও আইএসআই-এর কাছে বিভিন্ন তথ্য পাঠিয়েছে।এনআইএ সূত্রে খবর, রাজাকভাই কুম্ভার পেটিএম-এর মাধ্যমে জনৈক রিজওয়ানের অ্যাকাউন্টে টাকা দিয়েছে। তারপর রিজওয়ানের অ্যাকাউন্ট থেকে টাকা পৌঁছে গিয়েছে প্রধান অভিযুক্ত রশিদের কাছে।