এবার দেশীয় পদ্ধতিতে খেলনা তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: আত্মনির্ভর হচ্ছে দেশ। আর তাই সব ক্ষেত্রেই আত্মনির্ভরতার ওপর জোড় দিলেন প্রধানমন্ত্রী। রবিবার ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠানে খেলনা তৈরিতে দেশকে আত্মনির্ভর করার আহ্বান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণ এবং যুবসমাজকে দেশীয় প্রযুক্তিতে খেলনা তৈরির অনুরোধ জানালেন মোদি। এবার স্বয়ং কবিগুরুকে উদ্ধৃত করে তিনি বললেন, “খেলনা এমন হওয়া উচিত যা বাচ্চাদের মনঃসংযোগ, সৃষ্টিশীলতাকে বের করে আনে।” প্রধানমন্ত্রী আক্ষেপ, ” প্রতিবছর ভারতে ৭ লাখ কোটি টাকার ব্যবসা হয় খেলনার বাজারে। অথচ তাতে ভারতের যোগদান অত্যন্ত কম। ভারতের মতো তরুণ জনসংখ্যার দেশে এটা শোভা পায় না। তাই সরকার দেশি খেলনা তৈরিতে উৎসাহ প্রদান করছে। যারা স্টার্টআপ করছেন, নতুন ব্যবসা খুলছেন তাঁদের কাছে অনুরোধ, আসুন একসঙ্গে আমরা খেলনা তৈরি করি।” পাশাপাশি এদিন একটি পদক্ষেপের কথাও ঘোষনা করেন তিনি। ‘খেলনার জন্য ভোকাল’ নামক একটি কর্মসূচিও ঘোষনা করেন তিনি। তিনি আরও বলেন, “প্রযুক্তির যুগে কম্পিউটার গেমসেরও চাহিদা চরম। কিন্তু বেশিরভাগ কম্পিউটার গেমই বিদেশি। দেশের তরুণ প্রতিভাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভারতের পুরনো ধারণা নিয়ে গেম বানান। একসঙ্গে আমরা সফল হবই। আত্মনির্ভর হতে হলে, সব ক্ষেত্রেই হতে হবে।” এদিন করোনা পরিস্থিতিতে দেশের কৃষকদের ভূমিকারও প্রশংসাও করেন প্রধানমন্ত্রীর। তিনি বলেন, “করোনার এই কঠিন পরিস্থিতিতেও আমাদের কৃষকরা নিজেদের সামর্থ্য দেখিয়েছেন। লকডাউনের মধ্যেও খারিপ শস্যের উৎপাদন বেড়েছে ৭ শতাংশ। আমি কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”