শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আনলক 4-এর গাইডলাইন প্রকাশ করে জানানো হয়, 30 সেপ্টেম্বর পর্যন্ত স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে 7ই সেপ্টেম্বর থেকে চালু হবে মেট্রো রেল পরিষেবা। 21 সেপ্টেম্বর থেকে সামাজিক, ধর্মীয়, বিনোদন ,সাংস্মৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন অনুষ্টান 100 জনের জমায়েত নিয়ে করা যাবে, তবে অবশ্যই মুখে মাস্ক লাগিয়ে, সামাজিক দূরত্ব মেনে এবং হ্যান্ড স্যানিটাইজার ও থার্মল স্কিনিং এর ব্যবস্থা করতে হবে।আগামী ২১ সেপ্টেম্বর থেকে কিছু বিধিনিষেধ মেনে শিক্ষক, শিক্ষিকা ও উঁচু শ্রেণির পড়ুয়ারা অনলাইন/ডিসটেন্স এডুকেশন এর জন্য কন্টেনমেন্ট জোনের বাইরের অবস্থিত স্কুলে যেতে পারবেন।অনলাইন ক্লাস ও টেলি কাউন্সিলিং এর জন্য পঞ্চাশভাগ শিক্ষক ও অশিক্ষন কর্মীরা যেতে পারবেন। 9 থেকে 12 ক্লাসের ছাত্র ছাত্রীরা অভিভাবকদের থেকে লিখিত অনুমতি নিয়ে কন্টেনমেন্ট জোনের বাইরে বিশেষ ক্লাস করার জন্য যেতে পারবে। কন্টেনমেন্ট জোনগুলিতে 30 সেপ্টেম্বরে পর্যন্ত লক ডাউন থাকবে।