আগরতলায় রাজ্যের কোভিড-19 সংক্রান্ত বিষয় নিয়ে সভা
নিউস বেঙ্গল 365, আগরতলা ডেস্ক: আজ আগরতলায় সিটি সেন্টারস্থিত মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে রাজ্যের কোভিড-19 সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়।।উপস্থিত ছিলেন আগরতলা মিউনিসিপ্যাল কমিশনার ডা:সিদ্ধার্থ শিভ জেশওয়াল,আগরতলা পুরনিগমের মেয়র ডা:প্রফুল্লজিৎ সিনহা ,বিধায়ক ডা: দিলীপ দাস সহ অন্যান্যরা।।কারন ত্রিপুরা রাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।।সারা রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3.86% যেখানে আগরতলা শহরে 21 % এসে দাঁড়িয়েছে।।আগরতলা শহরের 9টি ওয়ার্ড এলাকা মারাত্নভাবে করোনা ভাইরাসে সংক্রমনিত হয়েছে তার মধ্যে রয়েছে 4,5,6,12,20,26,32,40 এবং 46 নম্বর ওয়ার্ড।।এই 9টি ওয়ার্ডের আওতায় যেসব মানুষ রয়েছে সবাই যাতে সচেতন হয় এবং সরকারি যে নির্দেশিকাগুলো রয়েছে সেগুলো যাতে মানুষ মেনে চলে এবং মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলে সেসব বিষয় নিয়ে আজ আগরতলা সিটি সেন্টারস্থিত মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিসে দীর্ঘক্ষন সময় আলোচনা করা হয়।।বর্তমানে ত্রিপুরা রাজ্যে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 10903 জন,সুস্থ হয়েছেন 7056 জন,এবং এখনো পর্যন্ত রাজ্যে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 94 জন।