নিউস বেঙ্গল 365, নিউ দিল্লী: জুন মাসের 15 তারিখ গালওয়ান উপত্যকা ভারত-চিন সংঘর্ষে শহিদ হন 20 জন ভারতীয় জওয়ান। যদিও ওই সংঘর্ষে কত জন চিনা সৈনিক মারা গিয়েছে, তা এখনও জানায়নি বেজিং। শুক্রবার চীনা বিদেশি এবং নিরাপত্তা নীতি নিয়ে অধ্যয়নরত ও ‘একটিভ ডিফেন্স চাইনিজ মিলিটারি স্ট্রাটেজি সিন্স’ এর লেখক এম টেলর ফ্র্যাভেল, একটি সমাধি প্রস্তরের ছবি টুইট করে জানান, ওয়েবোতে একটি ছবি প্রচারিত হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে 19 বছর বয়েসী একজন চীন সৈনিকের সমাধি যিনি গত জুন মাসে ইন্দো-চীন বর্ডারে সংঘর্ষের সময় শাহিদ হন। তার বাড়ি ফুজিয়ান প্রদেশে। সমাধি প্রস্তরে ম্যান্ডারিন ভাষায় লেখা, যা বাংলা তর্জমা করলে দাঁড়ায় “এটা চেন জিয়ানগ্রংয়ের স্মৃতিসৌধ। পিয়াগনানের ওই বাসিন্দা ৬৯৩১৬ ট্রুপের সৈন্য ছিলেন। ২০২০’র জুন মাসে ভারতের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এই ফুজি সৈনিক। চিনের কেন্দ্রীয় সেনা কমিশন তাঁকে চিরদিন মনে রাখবে”।এম টেলর ফ্র্যাভেল আরো লিখেছেন, সমাধি প্রস্তরটিতে সৈনিকের ইউনিটের জন্য ইউনিট কভার ডিজাইনারও রয়েছে, যা 69316 ইউনিট। এটি গ্যালওয়ান উপত্যকার উত্তরে, চিপ চ্যাপ নদী উপত্যকায় তিয়ানওয়েন্ডিয়ান (天文 点) ভিত্তিক একটি সীমান্ত প্রতিরক্ষা সংস্থা (边防 连) বলে মনে হয়। 2015 সালে, এই ইউনিটটি কেন্দ্রীয় সামরিক কমিশন দ্বারা “ইউনাইটেড কম্বাইটি মডেল সংস্থা” (团结 战斗 模范 连) নামে নামকরণ করা হয়েছিল। এই চীনা ইউনিট সংকীর্ণ গ্যালওয়ান নদী উপত্যকায় মোতায়েন করা হয়েছিল এবং জুনে মারাত্মক সংঘর্ষে জড়িত ছিল।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close