করোনা মোকাবিলায় রাজ্যবাসীকে সচেতন হতে হবে : বিপ্লব দেব
নিউস বেঙ্গল 365, আগরতলা ডেস্ক: আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে করোনা ভাইরাস মোকাবিলায় এবং আসন্ন দূর্গাপূজা আয়োজনের বিষয়ে আগরতলা পুরনিগম এলাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধি,ব্যাবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপুর্ণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ,পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক তথা District Magistrate ডা:শৈলেশ কুমার যাদব,আগরতলা পুরনিগমের মেয়র ডা:প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন যে,করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যবাসীকে আরো বেশী সচেতন হতে হবে। সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন,মাস্ক পড়েন,আর ও সাবধানে থাকেন তা তিনি সকল রাজ্যবাসীর কাছে আহ্বান জানান। সবার সম্মিলিত প্রয়াসেই কোভিড-19 মোকাবিলা করা যাবে। তিনি আরো বলেন যে,আমাদের রাজ্যে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা কম ছিল। দেখা গেছে অনেকেই এই পরিস্থিতিতে প্রয়োজনীয় সাবধানতা যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা,মাস্ক পড়া প্রভৃতি উপেক্ষা করেছেন। মুখ্যমন্ত্রী আরো বলেন যে,বিভিন্ন বাজার কমিটি,ব্যাবসায়ী সংঘঠন ও ক্লাব করোনা ভাইরাস মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।।বর্তমান পরিস্থিতিতে সরকারী নির্দেশ মানা,সচেতনতা বাড়ানোর জন্য আরো বেশী করে ভূমিকা নিতে হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন যে খুব শীঘ্রই ভিশন ডকুমেন্টসের সব প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হবে। করোনাকে পিছনে ফেলে আমরা অবশ্যই এগিয়ে যাব। বিভিন্ন ক্লাব এবং ব্যাবসায়ী সংঘঠনের প্রতিনিধিগন তাদের মতামত তুলে ধরেন। ক্লাব প্রতিনিধিগন জানান,এবার তারা ছোট আকারে নিয়ম রক্ষার পূজার আয়োজন করবেন।