বিরজিৎ সিনহার উপর প্রাণঘাতী হামলার চেষ্টার প্রতিবাদে এবার ধর্মঘটের ডাক ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
ত্রিপুরা রাজ্য প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার উপর প্রাণঘাতী হামলার চেষ্টার অভিযোগ এবং গাড়ি ভাঙচুর আক্রমণের প্রতিবাদে এবার ধর্মঘটের ডাক দিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তবে দিন তারিখ ঘোষণা করা হয়নি। আগামী 29 শে আগস্ট ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। জেলা এবং ব্লক কংগ্রেস নেতৃত্বরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে ধর্মঘটের দিন তারিখ স্থির হবে। এমনই কথা জানালেন আগরতলা পোস্টঅফিস চৌমুনীস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। তিনি আরো বলেন যে, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার উপর প্রাণঘাতী হামলার চেষ্টার অভিযোগ এবং গাড়ি ভাঙচুর ও নিরাপত্তা কর্মীদের উপর হামলার ঘটনায় বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে সদর SDPO কার্যালয়ের সামনে এক বিক্ষুব কর্মসূচি সংঘটিত হয়েছে। তিনি আরো বলেন যে, এর আগে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা বহুবার আক্রান্ত হয়েছে। কংগ্রেস নেতা সুবল ভৌমিক তিনি ও বহুবার আক্রান্ত হয়েছেন। কিন্তু ত্রিপুরা রাজ্য পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি, কি চলছে গোটা ত্রিপুরা রাজ্যে? প্রশ্ন পীযূষ কান্তি বিশ্বাসের। তিনি এও বলেন যে, এই সময়ের মধ্যে বিরোধী দলদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। কিছুতেই বিরোধী রাজনৈতিক দলদের কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। তিনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে, অবিলম্বে যদি অপরাধীদের গ্রেফতার করা না হয় তাহলে আগামীদিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল সারা রাজ্যব্যাপী ব্যাপক আন্দোলন সংগঠিত করা হবে।