নিউস বেঙ্গল 365, নিউ দিল্লী: গত ই জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্তে ঘটে যাওয়া ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। ভারত চীন দুই দেশের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। দুপক্ষই একে অপরকে আক্রমণ করতে সামরিক সাজে সজ্জিত। গালওয়ান ঘটনার তিনমাস পর চীনা মুখপাত্র গ্লোবাল টাইমস, ইন্দো-চীন পারস্পরিক সম্পর্কের উপর একটি সমীক্ষা চালায় । এই সমীক্ষায় উঠে আসে, চীনা নাগরিকরা তাদের দেশের নেতাদের পদক্ষেপে রীতিমতো অসুন্তষ্ট । এই সমীক্ষায় জানা গেছে, 50 শতাংশ চীনা নাগরিক চীনের অনুকূলে মতপ্রকাশ করলেও বাকি 50 শতাংশ চীনা নাগরিক মোদী সরকারের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছে।উল্লেখ্য, গত 22সে অগাস্ট সাংসদ নুসরাত জাহান টুইট বার্তায় বলেছিলেন , “মোদিজি শুধু বিদেশি অভিযান চালিয়ে এবং অর্থহীন প্রচার করার চেয়ে যদি তার শাসন ব্যাবস্থায় উন্নতি করতে আরো বেশি সময় ব্যয় করতেন তবে বিশ্বব্যাপী আমাদের দেশের এই খারাপ অবস্থা প্রকাশ হতো না”। তিনি প্রধানমন্ত্রী উদ্দেশ্যে বার্তা দেন, ‘স্যার আপনার অগ্রাধিকার ঠিক করুন’। গ্লোবাল টাইমস এর সমীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতেই বিজেপি শিবিরে খুশির হাওয়া। নেতাদের মুখে জয়ের হাসি। এই ব্যাপারে প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা ড: অনুপম হাজরা জানালেন , সাংসদ টিকটকে নাচানাচি করতে অভ্যস্ত, টিকটক বন্ধ করে দেওয়াতে মোদিজীর উপর যত রাগ, রাজনৈতিক জ্ঞান এবং অভিজ্ঞতা নামমাত্র, সুতরাং উনার মন্তব্যকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই !!!আসা করি উনি এই খবর দেখার পর জ্ঞান দেয়া বন্ধ করে নিজের কাজে মনোনিবেশ করবেন।
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close