রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যকর চা পানের ব্যবস্থা
নিউস বেঙ্গল 365, আগরতলা ডেস্ক: আত্মনির্ভর ত্রিপুরা নির্মাণের পথে ত্রিপুরারাজ্যে এই প্রথম করোণা ভাইরাস পরিস্থিতিতে রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যকর চা পানের ব্যবস্থা করে দেওয়ার লক্ষ্যে স্ব-উদ্যোগে এগিয়ে এসেছেন পূর্বোদয় সামাজিক সংস্থা।ত্রিপুরা রাজ্য চা কর্পোরেশনের সাথে যৌথ উদ্যোগে পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা আগরতলার 15টি ছোট্ট চা দোকানে গিয়ে স্বাস্থ্যকর চা সামগ্রী সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন ত্রিপুরা মুখ্যমন্ত্রী স্ত্রী তথা পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা শ্রীমতি নীতি দেব মহোদয়া।। আজ সকালে আগরতলা মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে শুরু করে একে একে 15টি চা দোকানে গিয়ে পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা শ্রীমতি নীতি দেব ও অন্যান্য সদস্যরা সহ এই কাজে এগিয়ে এসেছেন । এক ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরায় পরিনত করার লক্ষ্যে একটি অভূতপূর্ব প্রয়াস নিয়ে এগিয়ে এসেছে পূর্বোদয় সামাজিক সংস্থা। এই মহতী কাজে অগ্রণী ভূমিকা নির্বাহ করেছেন ত্রিপুরা চা কর্পোরেশনের চেয়ারম্যান সন্তোষ সাহা।মানুষের সাথে থেকে মানুষের জন্য কাজ করার প্রতিনিয়ত অনুপ্রেরণা দিচ্ছে পূর্বোদয় সামাজিক সংস্থা।SHOW LESS