দেশ
বিক্ষোভ কর্মসূচীতে সামিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল।
নিউস বেঙ্গল 365, আগরতলা ডেস্ক: প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহার উপর গতকাল রাত্রীতে দুষ্কৃতীদের দ্বারা আক্রমনের প্রতিবাদে আজ আগরতলা পোস্ট অফিস চৌমুনিস্থিত ত্রিপুরা প্রদেশ ভবনের সামনে থেকে দোষীদের উপযুক্ত গ্রেপ্তারের দাবীতে এক বিক্ষোভ কর্মসূচীতে সামিল হন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল।তাদের দাবী যথাযথ পূরণ করা না হলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল আগামী দিনে আরো সুবৃহৎ আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস,NSUI ছাত্র নেতা সম্রাট রায়,কংগ্রেস নেতা হরেকৃষ্ণ ভৌমিক সহ অন্যান্যরা।