গোমতী জেলা উদয়পুরে উত্তর চন্দ্রপুর বাজারে এক যুবককে মারধোর করা হয়েছে। ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক পরবর্তী সময়ে RK PUR থানায় এলাকাবাসীরা খবর দিলে পরে ঘটনাস্থলে পুলিশ আসে। পরবর্তী সময়ে পুলিশ ওই যুবকের হাতে রক্ত দেখে আশঙ্কাজনক অবস্থা হওয়ায় এম্বুলেন্সকে ফোন করা হলে এম্বুলেন্স এসে রক্তাক্ত অবস্থায় যুবককে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সম্পূর্ণ ঘটনাটি খতিয়ে দেখছেন RK PUR থানার পুলিশ।SHOW LESS