
দিন যত যাচ্ছে, তত কঠিন হচ্ছে সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্ত। নানা চমকে দেওয়া তথ্য উঠে আসছে! তদন্তের স্বার্থে প্রয়াত অভিনেতার সংস্পর্শে আসা নানা মানুষজনকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। এবার চাঞ্চল্যকর অভিযোগ করে মুখ খুললেন সুশান্তের বন্ধু গণেশ। তার অভিযোগ, দিনকয়েক আগে মাঝরাতে ৪-৫ জন অপরিচিত ব্যক্তি তাঁর বাড়িতে হাজির হয় । সুশান্তের মৃত্যু তদন্তে মুখ খোলায় তাঁকে হুমকি দেয় তারা। দরজা তিনি খোলেননি বলে গণেশ জানান এবং তৎক্ষণাৎ তিনি পুলিশকে ফোন করেন, কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নেয় নি।
গণেশ জানিয়েছেন, সম্প্রতি তিনি মিডিয়ায়
সুশান্তের মৃত্যু নিয়ে যা জানতেন, কোনো কথা গোপন না রেখে সবটাই প্রকাশ্যে জানিয়েছেন।
সুশান্ত, মুম্বই আসার পর থেকেই তার সঙ্গে বন্ধুত্ব বলে গণেশ দাবি করেছেন। গণেশের দাবি, দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে যোগসূত্র রয়েছে সুশান্তের মৃত্যুর। সুশান্ত, দিশার মৃত্যুর কারণ জানতে পেরে গিয়েছিলেন, সত্যিটা প্রকাশ্যে আনার জন্য সাংবাদিক সম্মেলন করার কথাও ভেবেছিলেন। কেউ বা কারা সুশান্তের সাংবাদিক সম্মেলন করার কথা দিশার খুনিদের জানিয়ে দেয়, তারপরই সুশান্ত খুন হন।
গণেশ একটি বিবৃতিতে জানিয়েছেন, ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয়, সাবধান করে যেন আর কখনও মিডিয়ার সামনে মুখ না খোলেন গণেশ। তিনি ভাল করেই জানেন কারা খুন করেছে সুশান্তকে, কিন্তু তিনি নাম প্রকাশ্যে আনতে পারবেন না।
অন্যদিকে, সুশান্ত মৃত্যু রহস্যে এবার উঠে এলো আরো একটি নতুন নাম ‘জামিলা কোলকাত্তায়ালা’। ১৪ জুন, যেদিন সুশান্ত মারা যান, সেদিনের একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে, আর তাতেই বেড়েছে রহস্য, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রহস্যময় এক মহিলা। নীল ও সাদা চেক টপ, কারগো প্যান্ট পরা এক মহিলাকে কিছুক্ষণের জন্য ফুটেজে দেখা যাচ্ছে। যখন সুশান্তের দেহ অ্যাম্বুল্যান্সে তোলা হচ্ছিল, তখন তাকে কয়েক মুহূর্তের জন্য দেখা যায় , তবে কয়েক মুহূর্ত পরেই তিনি হঠাৎ উধাও হয়ে যান, তাঁকে আর ফুটেজে দেখা যায় না। পরে দেখা যায়, মুখে মাস্ক আঁটা সেই মহিলা সুশান্তের হাউস ম্যানেজারের সঙ্গে কথা বলছেন ।
কিন্তু, কে এই মহিলা ? সূত্রের পাওয়া খবর, রহস্যময় এই মহিলার নাম জামিলা কোলকাত্তায়ালা। রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীর বান্ধবী। সুশান্তের মৃত্যুর খবর পেয়ে পরিচালক মহেশ শেট্টি ও তাঁর আরেক বন্ধু প্রিয়াঙ্কা খেমানির সঙ্গে সুশান্তের চার্টার রোডের ফ্ল্যাটে হাজির হন জামিলা। তবে, পুলিশ তাঁকে ফ্ল্যাটে ঢুকতে দেয়নি। আরো জানা গেছে , রিয়া, সুশান্তের গত বছরের ইউরোপ ট্রিপেও নাকি শৌভিকের সঙ্গে ছিলেন জামিলা।