বড়জোড়া: সে দিনের রাজ নেই, না আছে রাজপাট। রয়ে গেছে তাদের রীতি মেনে দর্গাপুজা। প্রাচীন প্রথা মেনে মালিয়াড়া রাজবাড়ীর দুর্গোৎসব শুরু হয় প্রতিবছর। সন্ধিপুজোয় প্রথা মেনে তোপ ধ্বনির মাধ্যমে সন্ধিক্ষণের পুজো আরম্ভ হয়। প্রসঙ্গত, এর আগে এই রাজবাড়ির তোপ ধ্বনি শুনে উপরশোল দুর্গা মন্দিরে সন্ধিপূজা শুরু করা হতো। কিন্তু এখন বাতাসে যানবাহনের শব্দদানাবের জেরে সেই তোপ ধ্বনির আওয়াজ শোনা যায় না। তবে তোপ ধ্বনি শোনা না গেলেও প্রাচীন প্রথা মেনে রাজবাড়ির তরফে তোপ ধ্বনি করা হয়।
