আজ মহাসপ্তমী। শারদোৎসবে মাতোয়ারা আপামোর বাঙালি। শনিবার মহাষষ্ঠীর সন্ধ্যায় ভূষতোড়া গ্রামীণ সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপেও জমজমাট ভিড় ছিলো। এদিন ওই পুজো মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়া থানার আইসি অর্ণব গুহ, স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়, খাঁড়ারী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষার চট্টরাজ সহ প্রমুখ। দেখে নিন কিছু ছবি –

