আমাদের জয় ভারতেরও জয় : ড: এ কে আবদুল মোমেন
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক :- বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী বছর ২৬ শে মার্চ ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ঢাকায় সদ্যনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন। মোমেন বলেন, আমাদের জয় ভারতেরও জয়। তাই আমরা চাই একসঙ্গে দেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করতে। এছাড়াও আগামী ১৬ কিংবা ১৭ ডিসেম্বর নরেন্দ্র মোদীর সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনা। সেই আলোচনা মূলত সৌজন্যমূলক হবে বলেই জানিয়েছেন মোমেন। ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে মোমেন বলেন, ভারতীয় হাইকমিশানারের সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসু হয়েছে। দুদেশের মধ্যে যেসব প্রকল্প এখনও বাস্তবায়ন হয়নি তা বাস্তবায়ন করা হবে। সীমান্তে অশান্তি নিয়ে কথা হয়েছে বলে তিনি জানান।