নিজস্ব সংবাদদাতা উঃ দিনাজপুর : গণতান্ত্রিক দেশে সভ্য সমাজে নির্বাচিত একটি সরকারের থাকা সত্ত্বেও এই রাজ্যে বিরোধীদের কোন সুরক্ষা নেই। এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে খুবই লজ্জা ও দুঃখের ঘটনা। তাই বাধ্য হয়ে বিজেপি এর প্রতিবাদ জানাতে বিভিন্ন কমিশনে যাচ্ছে তার বিচার চাইতে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিজেপির একটি সাংগঠনিক সভায় যোগ দিতে এসে একথা বলেন রাজ্যে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন এই পরিস্থিতিতে বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের নেয় দেওয়ার চেষ্টা করছি। দিলীপ ঘোষ বলেন রাজ্যে যখন হিংসা ক্রমবর্ধমান তখন রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে বসে রয়েছেন। তার তরফ থেকে এই হিংসা বন্ধের ব্যাপারে কোন উদ্যোগই নিতে দেখা যাচ্ছে না। যারা হিংসার ছাড়িয়ে ক্রমাগত কাজ করে চলছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দেখা যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী কে। তাই হিংসা বাড়ছে এই রাজ্যে। দিলীপ ঘোষ মনে করেন এই সমস্ত কাজই হচ্ছে সরকারের মদতে। তিনি বলেন যারা বিজেপিতে থেকে দল বিরোধী কাজ করে চলছে তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যাবস্থা নিচ্ছে।ভোট পরবর্তী বিধানসভা পরিদর্শনে রবিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আসেন বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। এছারা উপস্থিত ছিলেন বালুরঘাটর সাংসদ ডঃ সুকান্ত মজুমদার, উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার মহাশয়, কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক সৌমেন রায় এবং রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণীএবং দলীয় অন্যান্য পদাধিকারীরা।এদিন প্রথমে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন মধ্যে দিয়ে সাংগঠনিক আলোচনা ও আলাপচারিতা বৈঠক করে দলীয় নেতৃত্বের সাথে।