নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : পথ দুর্ঘটনায় মৃত্যু হল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। মহারাষ্ট্রের পালঘরের কাছে রবিবার গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পালঘরের পুলিশ সুপার জানিয়েছেন, গুজরাটের আমদাবাদ থেকে মুম্বইয়ে ফিরছিলেন টাটা সনসের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস। দুপুর তিনটে ১৫ মিনিট নাগাদ পালঘরের চারোটিতে সূর্য নদীর উপর সেতুর ডিভাইডারে ধাক্কা মারে সাইরাসের মার্সিডিজ। মৃত্যু হয় টাটা সনসের প্রাক্তন চেয়ারম্যানের। আহত হয়েছেন টাটা সনসের প্রাক্তন চেয়ারম্যানের গাড়ির চালক-সহ দু’জন। তাঁদের গুজরাটের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যাওয়ার পরই সাইরাস পালোনজি মিস্ত্রি তাঁর স্থলাভিষিক্ত হন। তিনি সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি। টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ার হোল্ডার ছিলেন।