নিজস্ব সংবাদদাতা উঃ দিনাজপুর : উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটি কুন্ডা এক গ্রাম পঞ্চায়েতে বিজেপিতে ভাঙ্গন। তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগারওয়ালা হাত থেকে তৃণমূল কংগ্রেস দলীয় পতাকা হাতে নিলেন কয়েকশো বিজেপি কর্মী ।মাটিকুন্ডা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য আশা রানী সিংহ নেতৃত্বে আজ এই বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি করেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। তিনি আরো জানান বিজেপির সাম্প্রদায়িক জাতপাতের রাজনীতি সেই রাজনীতির মানুষ মেনে নিতে পারছে না যার জন্যই মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তিনি আরো জানান অনেকেই আরও যোগাযোগ রাখছেন যাতে তৃণমূলে যোগদান করা যায়। জেলা সভাপতি বাসভবন লোহাপট্টি মড়ে আজ এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় ।এই যোগদান পর্ব উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইয়া লাল আগারওয়াল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য হরোসুন্দর সিংহ সহ তৃণমূল নেতৃত্ব। মাটিকুন্ডা 2 গ্রাম পঞ্চায়েতের মোট 15 টি আসন বিশিষ্ট গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের 6 টি আসন বিজেপি 6টি আসন তৃণমূল ও তিনটি আসন নির্দল জেতে। 6 জন তৃণমূল কংগ্রেসের সদস্য ও তিন জন নিরদল সদস্য রা মিলে পঞ্চায়েত গঠন করেন। একজন সদস্য তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা বেড়ে দারালো সাতে।